Posts

Showing posts with the label original aloe gel

কিভাবে চিনবেন আসল ন্যাচার রিপাবলিক অ্যালো জেল

Image
ত্বকের যত্নে অ্যালোভেরা জেল এখন অনেক জনপ্রিয়। যাদের কাঁচা অ্যালোভেরা জেল এ এলার্জির সমস্যা হয় তাদের প্রসেসড অ্যালোভেরা জেল ব্যবহার করতে হয়।প্রসেসড অ্যালোভেরা জেলের মধ্যে বর্তমানে Nature republic aloe gel টা খুবই জনপ্রিয়। কিন্তু আফসোস একটু বুঝে শুনে না কিনলে এটির নকলটি কিনতে হবে। আসল Nature republic aloe gel চিনার উপায়: ১. সামনের দিকে দেখবেন লেখার উপর যে aloe gel  এর ড্রপ পড়ছে তা হালকা হবে। FAKE হলে গাঢ় হবে। ২.পিছে মনোগ্রাম এর উপর অনেক ছোট ছোট Black dot থাকবে ৩.সবচেয়ে গুরুত্বপূর্ণ difference হল:Real টার জেল এর consistency একদম watery হবে এবং কোন রকমের hursh fragnence থাকবেনা। Fake হলে creamy consistency হবে এবং একটা hursh fragnence থাকবে! (Photos are collected)